
কিশোর কুমার : পাটকেলঘাটায় চোর বাহিনী সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। কয়েক মাসের মধ্যে পাটকেলঘাটার বিভিন্ন গ্রাম, স্কুল ও বাজারের দোকানে একের পর এক ঘটে চলেছে দূধর্ষ চুরির ঘটনা । অল্প বয়সি এসব চোরেরা গত কয়েক মাস ধরেই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে চুরির কার্যক্রম। স্থানীয়রা জানান, কিছুদিন আগে কুমিরা মাধ্যমিক বিদ্যালয় থেকে চৌগাছা গ্রামের মাদক সম্রাট বিল্লাল হোসেনের পুত্র, আন্ত:জেলার মাদক ও চোর বাহিনীর নব্য সদস্য খবিরুল ইসলাম শুভ স্কুল চলাকালিন সময় স্কুল থেকে ২ টা সাইকেল ও ১ টি মোবাইল ফোন চুরি করে। তার পরবর্তীতে সে সাইকেল দু’টি সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে বিক্রয় করতে গেলে সেখান থেকে কৌশালে স্কুল কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে থানায় সোপার্দ করে । পরবর্তীতে তার পিতা বিল্লাল হোসেন অবৈধ টাকার জোরে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়।
এরপর থেকে এই চোরচক্র ও নব্য মাদক ব্যাবসায়ী আরও বেপরোয়া হয়ে ওঠে।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক রায়হান হোসেনের সাথে কথা বললে তিনি জানান , বর্তমানে এই চোর সদস্য পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মৃত নুরুল ইসলাম এর পুত্র সন্ত্রাসী ওলির বাড়ীতে আস্তানা বানিয়েছে। সন্ধ্যা নামলেই এই মাদক ও সাটার কাটা বাহিনীরা, সন্ত্রাসী ওলির খাস কামরায় বসে মাদক সেবন, বিক্রয় ও এসকল অপকর্মের ছক করে। গত বুধবার রাতে চুরির ঘটনার আগের দিন সন্ধ্যায় এদেরকে ওলির বাড়ির আশপাশে গভীর রাত পর্যন্ত আনাগোনা করতে দেখা যায়।বর্তামানে এই চক্রটির জন্য সাধারন মানুষের রাতের ঘুম হারাম হয়ে উঠেছে।
এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এদের মাদকের ছোবল থেকে রেহাই পাচ্ছেনা ।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার পাটকেলঘাটা বলফিল্ড মোড় নামক স্থানে বিসমিল্লাহ ব্যাটারি হাউজ নামক দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে।
দোকান মালিক হফিজ মোড়ল বলেন, বৃহস্পতিবার আমার দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভেঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের ৪সেট ব্যাটারি ও অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মুল্য এক লক্ষ বিশ হাজার টাকা। আমি এব্যাপারে থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান ,বিষয়টি আমি শুনেছি
অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিব।