
সংবাদদাতা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার মদনপুর নামক স্থানে বুধবার রাত ৯টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে চালক নিহত হন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক যার নং সাতক্ষীরা ট: ১১-০২২৯ মদনপুর নামক স্থানে পৌছালে আব্দুস সালাম (৩২) নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি বাম পাশের খঁাঁদে ফেলে দেয়। ঐ সময় এলাকাবাসী চালককে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। নিহত চালক পাটকেলঘাটা যুগীপুকুরিয়া গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র বলে জানা গেছে।