
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিবেদক : পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত এপ্রিল মাসে কৃষকদের মাঝে পাট বীজ প্রদান করেন। গত ২ দিন ব্যাপী সেই সকল পাট চাষিদের মাঝে চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই সার বিতরণ করেন। কৃষক প্রতি ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি ড্যাভ, ৩ কেজি পটাশ ২৬১ জন পাট চাষিদের মাঝে বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই কৃষকদের বলেন সরকার পাট চাষিদের উপর নজর দিয়েছেন যাতে কৃষকরা ভালো পাট চাষ করে দেশের উন্নয়ন করতে পারে। সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা সদর ৫নং ওয়ার্ড মেম্বার শেখ জামসেদ আলী, ইউপি সদস্য শেখ মাসুদ রানা, আজিবার গাজী, আছির উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।