
কিশোর কুমারঃ পাটকেলঘাটায় পুলিশের অভিযানে থানার সৈয়দ পুরের ডাকাতির ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হল থানার সরুলিয়া গ্রামের ইদ্রিস সরদার ওরফে ইদুর পুত্র শহিদুল সরদার (৫৬) অপর ২জন হল কলারোয়া থানার দেয়াড়া গ্রামের আঃ আহাদ খার পুত্র ভুট্টো খা (৩২) ও তালা থানার ধুলন্ডা গ্রামের মোঃ আমজাদ গাজীর পুত্র সাইদুল গাজী ওরফে ডাবা (৩২)। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সোমবার (১০ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।তারা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে মামলা নং-০৭ (ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। এ সময় আসামীদের ব্যবহৃত ০২ (দুই) টি দা ও ০২ (দুই) টি কাছি এবং মামলার লুন্ঠিত মালামালের মধ্যে হইতে ০২ (দুই) টি শাড়ি উদ্ধার করা হয়।আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।