তালা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারে ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিদের বেকসুর খালাস প্রদান করায় আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় পাটিয়েঘাটা পাঁচরাস্তার মোড় হতে এই আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঁচ রাস্তা মোড়ে সমবেত হয়।এই মিছিলটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিদের মৃত্যুদণ্ড দেন আদালত। দীর্ঘ ২০ বছর পর মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ তারেক রহমান সহ সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করায় এই আনন্দ মিছিলে যোগ দেয় তালা উপজেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, যুবদল সহ বিএনপি’র অঙ্গ সংগঠন। এ সময় মিছিলে নেতৃত্ব দেন তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়,সিঃ সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ, লাকি, মাগুরা ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম সহ তালা উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই আনন্দ মিছিলে কয়েক হাজার লোক যোগ দেয়। পরবর্তীতে সকলে মিলে পাঁচ রাস্তা মোড়ে মিলিত হয়ে বলেন, আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন চায়। এ বিষয়ে পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনউদ্দিনের কাছে জানতে চাইলে উনি বলেন, পাটকেলঘাটায় শান্তিপূর্ণভাবে বিএনপির এই আনন্দ মিছিল সম্পন্ন হয়েছে।
পাটকেলঘাটায় বিএনপি’র পক্ষ থেকে আনন্দ মিছিল
পূর্ববর্তী পোস্ট