
পাইকগাছা প্রতিবেদক: “মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপদ্য বিষয়ে পাইকগাছায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২১ অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা চত্ত¡র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন এএসপি (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা পুলিশিং ফোরাম এর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পুলিশিং ফোরাম এর সভাপতি-সম্পাদক সমাজ থেকে মাদক-জুয়া, বাল্য-বিবাহ, চুরি-ডাকাতি, জঙ্গীবাদ দমন সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এমএমএ রাজ্জাক ইউপি চেয়ারম্যান, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আঃ মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহজাদা আবু ইলিয়াস ও জিএম আব্দুস সালাম কেরু, আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, হাফিজুর রহমান, কুরবান আলী, শাহাবুদ্দীন শাহিন, জাকারিয়া আহম্মেদ সহ পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।