
পাইকগাছা প্রতিবেদক: ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী, ৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ পরিচালনায় বক্তব্য রাখেন। উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জুন শাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, পাইকগাছা সরকারি কলেজ ভারপ্রাপ্ত প্রিন্সিপল মিহির বরণ মন্ডল, মহিলা কলেজ প্রিন্সিপাল রবিউল ইসলাম, কর্মকর্তা মোঃ রেজায়েত আলী, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।