
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় চিংড়ি ঘের দখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত ও বাসায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। থানায় দু’পক্ষের এজহার দাখিল হয়েছে।
জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের কেকচিবুনিয়া মৌজায় ১৫০ বিঘার বিরোধপুর্ণ চিংড়ি ঘের অবস্থিত। যার মধ্যে ৬০ বিঘা জমিতে সানাউল্লাহ হক ও ৯০ বিঘাতে হাবিবুর রহমানরা পৃথক ভাবে কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে আসছে। মঙ্গলবার বিকেলে জমির মালিকদের হারির টাকা নিয়ে বিরোধ দেখা দিলে হাবিবুর ও টুলু গাজীরা সানাউল্লাহ হকের ৬০ বিঘার চিংড়ি ঘের দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে। যাতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা কয়রা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় টুলু গাজী বাদী হয়ে সানাউল্লাহ হককে ১নং আসামী করে ১০জনের নামে ও সানাউল্লাহ হক বাদী হয়ে টুলু গাজীকে ১নং আসামী করে পৃথক ১০জনের নামে পাইকগাছা থানায়য় মামলা করেছে। আসামীরা পলাতক রয়েছে। এদিকে এ ঘটনার জের কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে সানাউল্লাহ হকের ঘেরের বাসা আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষ পুড়িয়ে দেয়া বাসা নিজেদের বলে দাবী করছে। এ ব্যাপারে স্থানীয় হুমায়ন কবীর সহ উপস্থিত অনেকেই চিংড়ি ঘেরের বাসাটি সানাউল্লাহ হকের বলে জানান। সানাউল্লাহ মুঠোফোনে জানান, টুলু গাজীরা আমার বাসাটি পুড়িয়ে দিয়েছে এবং নেট উঠিয়ে দুটো ঘের এক করে মাছ ধরে নিচ্ছে। অপর দিকে, টুলু গাজী জানান, ১৫০ বিঘা ঘের আমাদের। তারা দখল করতে আসলে সংঘর্ষ বাঁধে এমন কি গত রাতে আমাদের বাসাটি পুড়িয়ে দিয়েছ। বাইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মনির হোসেন জানান, চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষ ও ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।