পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের ধারার অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত লতা ইউনিয়নের কাঠামারি গ্রামের ওয়াপদার বেঁড়িবাধের সংস্কার কাজ শুরু হয়েছে। খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু’র ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুরে লতা ইউনিয়নের কাঠামারি গ্রামের ২ কিঃমিঃ ৩০০ মিটার ওয়াপদার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার, লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নৌকার প্রার্থী কাজল কান্তি বিশ্বাস, যুবলীগের এম এম আজিজুল হাকিম, লতা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, পূজা উৎযাপন কমিটির সভাপতি কালিপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপুল কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, অর্জুন মন্ডল, টুকু সরদার, দীনেশ তরফদার, আলমগীর খলিফা, অনিল সরদার, ইউপি সদস্য বিশ্বজিৎ শীল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পুলকেশ রায়, প্রাণকৃষ্ণ, হীরামন হীরা, বাসার গাজী, পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম মিথুন, মিজান সানা, অমৃত, মোঃ রাজু আহমেদ, দীপায়ন, প্রেমাংশু সহ অনেকে।