
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: পাইকগাছায় হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন য্বুলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি সরকার। রবিবার বিকালে বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিপ্লব কান্তি সরকার ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোজাফফর হোসেন পেয়েছেন ০২ ভোট। বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ভোটের ফলাফল নিশ্চিত করে জানান, নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। এদিকে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কান্তি সরকার সহ কমিটির নেতৃবৃন্দ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কে অভিনন্দন জানিয়েছেন।