
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছায় নব-নির্মিত “সৎসঙ্গ বিহার” এর উদ্বোধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে পাইকগাছা সৎসঙ্গ বিহার সোমবার ও মঙ্গলবার দু’দিন ব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা, দীক্ষা, ভক্তিমূলক সঙ্গীত, আলোচনা সভান্তে প্রসাদ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিয়েছেন। নব-নির্মিত “সৎসঙ্গ বিহার” এর উদ্বোধন করবেন, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মূর্ত্ত প্রতীক শ্রীশ্রী ঠাকুরের প্রপৌত্র পরম পূজ্যপাদ দেওঘর ভারত সৎসঙ্গের ডেপুটি এ্যাডমিনিষ্ট্রেটর ডঃ অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী (শ্রীশ্রী বিংকিদা) । আগামী ১২ ডিসেম্বর সন্ধ্যায় পাইকগাছা সৎসঙ্গ বিহারে আগমন করবেন এবং ১৩ ডিসেম্বর অতি প্রতুৎষে সৎসঙ্গ বিহার এর উদ্বোধন করবেন। সেজন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন পাইকগাছা সৎসঙ্গ বিহারের ইনচার্জ শঙ্কর চক্রবর্তী এসপিআর।