
পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর এলাকায় এক মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদখালী এলাকার মৃত আত্তাব সরদারের ছেলে মৎস্যচাষি মোঃ আব্দুস সাত্তার সরদার কমলাপুর বিলে আড়াই বিঘা নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। তার ঘেরে রুই, কাতলা, সিলভার কার্প, কই, মাগুর, শৈল, পুটি, মিনার কাপ, টেংরা, গলদা ও বাগদা চিংড়ি মাছ ছিল। আব্দুস সাত্তারের অভিযোগ, আমি একজন দরিদ্র কৃষক। পেটের দায়ে আশা সমিতি সহ দুই তিনটা সমিত থেকে
ঋণ নিয়ে এই লীজ ঘেরে মৎস্য কে বা কারা করেছে জানি না। তবে “পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে । এতে ঘেরে থাকা সকল মাছ মারা যায়, যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা।” ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ রুহুল আমিন সরদার বলেন, “শুক্রবার ভোরে ঘেরের চারপাশ ঘুরতে গিয়ে দেখি, অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে ঘের মালিক আব্দুস সাত্তারকে খবর দিই।” এব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং দোষীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।