পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু, সহ- সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সাধারণ সস্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, সম্পাদক জগদীশ রায়, হিন্দু বৌদ্ধ খ্রী. ঐক্য পরিষদের সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পরিষদের নেতা সুনিল কুমার মন্ডল, স্নেহেন্দু বিকাশ, গৌরাঙ্গ মন্ডল, দ্বীজেন মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, উজ্জ্বল মন্ডল সহ অনেকে। সভায় আগামী জন্মাষ্টমী উৎসব ও শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে মতবিনিময় করা হয়। এরপূর্বে পাইকগাছায় নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, উপজেলা শাখার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. শফিকুল ইসলাম কচি, উপদেষ্টা জি এম এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন, সচিব ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, জহিরুল হক ও পূর্ণ চন্দ্র মন্ডল, এস রোহতাব উদ্দীন, কবিন্দ্র নাথ রায়, এরশাদ মোড়ল প্রমুখ।