পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। একটি পক্ষ পাইকগাছ হাসপাতালে অপর পক্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি শনিবার সকাল সাতটায় উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে। জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের জাহিদুল ইসলাম (৪২) সাথে সাবেক ইউপি সদস্য রেজাউল শেখের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার সকাল সাতটার দিকে জাহিদুল শেখ তার ২০/৩০ লোকজন নিয়ে জমি দখল করতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবেক ইউপি সদস্য লোকজন বাঁধা দিলে মারামারিতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। জাহিদুল শেখদের আহতরা হলেন, জাহিদুল শেখ (৪২), বদর উদ্দীন শেখ (৫০), নুর ইসলাম শেখ (৪২), শাহিদা বেগম (৩০) আহত হয়ে পাইকগাছা হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য দিকে রেজাউল পক্ষের আহতরা তরিকুল ইসলাম (২৫), রফিকুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩০) আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম জানান, পাইকগাছা দেওয়ানী আদালতের আদেশ অনুযায়ী আমরা জমি দখল করতে যাই। তখন প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে। অপর পক্ষের রেজাউল জানান, তাদের নিম্ন আদালতের রায় জেলা জজ আদালত স্থগিত করেছে এবং বর্তমান জরিপ আমাদের নামে রয়েছে। তারা জমি দখল করতে আসলে আমারা বাঁধা দিলে আমাদের উপর হামলা করে। এঘটনায় উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, মারামারীর ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মারামারিতে নারীসহ উভয় পক্ষের আহত ৭
পূর্ববর্তী পোস্ট