পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে। সমিতির ব্যবস্থাপনা কমিটি গত ১২/১১/২০২১ তারিখের সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৯/১/২২ তারিখে বিশেষ সাধারণ সভা ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটি ও উপস্থিত সদস্যদের মাঝে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ বেনজীর আহমেদ । নির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা ও গ্রহণ। ২ জানুয়ারি বেলা ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৯ ও ১০ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ের খসড়া তালিকার বিরুদ্ধে বা প্রার্থীর বৈধতা সম্পর্কে সংক্ষুদ্ধপক্ষের আপিল গ্রহণ। ১১, ১২ও ১৩ জানুয়ারী আপিলের শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত ঘোষনা। ১৬ জানুয়ারী বেলা ১১টায় চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৮ জানুয়ারী বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং বিকাল ৩ টায় প্রতীক বরাদ্দ ও বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। ২৯ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট বিরতিহীন ভাবে গ্রহণ অনুষ্ঠিত হবে। দিন এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিটির সদস্য ও সহকারী পরিদর্শক দীপন জোদ্দার এবং সদস্য মোঃ শহিদুল ইসলাম, সমিতির অন্তঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সদস্য মোঃ আঃ মান্নান ও মোঃ রেজাউল ইসলাম, সমিতির সদস্য আঃ জব্বার ,শাহীন ইকবাল, মোঃ জাকির হোসেন, বেল্লাল হোসেন, রেজাউল ইসলাম, মোঃ ওবায়েদুল হক মিঠু, কে এম আঃ হান্নান, মোঃ হাফিজুর রহমান, মোঃ আঃ সালাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ হোসাইন জমার্দ্দার, মোঃ বেলাল হোসেন, মেছের আলী সানা সহ অনেকে।