
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বিভাসেন্দু সরকার, প্রমথ সানা, এম আর মন্টু, মোঃ রবিউল ইসলাম, আলাউদ্দিন রাজা, মোঃ নজরুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, কৃষ্ণ রায়, পূর্ণ চন্দ্র মন্ডল, এফএম বদিউর জামান, আবুল হাসেম সহ সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে পাইকগাছা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের ক্রেস্ট, কোট পিন, টি শার্ট, মাস্ক ও প্রেস কোটি প্রদান করা হয়। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক মানবাধিকার ও আইন পেশায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠণের কাছ একাধিক সম্মাননা পাওয়ায় পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।