
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা চিংড়ি বিপনন কেন্দ্র সমবায় সমিতির সদস্য ও সাধন ফিসের স্বত্ত্বাধিকারী বকুল চন্দ্র বাছাড় (৬২) মৃত্যু বরণ করেছেন। তিনি বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদন জ্ঞাপন করেছেন সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি জিন্নাত আলী সানা, সম্পাদক আলমগীর হোসেন, শেখ জালাল উদ্দীন, মনোহর চন্দ্র সানা, বিমল কৃষ্ণ বাছাড়, জি,এম, ইমান আলী, রামপ্রসাদ মন্ডল, সুবোধ চন্দ্র বাছাড়, গাজী রফিকুল ইসলাম, পঞ্চানন মন্ডল, সুজন কুমার, কবির হোসেন, আঃ মাজেদ, আলহাজ্ব আনিছুর রহমান, আলহাজ্ব আব্দুস সাত্তার, আবদার হোসেন, মোঃ আলমগীর, তুষার চন্দ্র মন্ডল, জামির গাজী সহ আরো অনেকে।