
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ম্যাধমিক কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌলুদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য,পিআইও ইমরুল কায়েস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাওসার জোয়ার্দার, কাজল বিশ্বাস, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, কেএম আরিফুজ্জামান তুহিন, ও জিএম আব্দুস সালাম কেরু, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।