
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: পল্লী চেতনা সংস্থা কর্তৃক বাস্তবায়িত APLE প্রকল্পের আওতায় “ভূমি আইন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জোড়দিয়া সাতক্ষীরায় দু’দিনের এ প্রশিক্ষণ শেষ হয়েছে।
ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহয়োগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে আশাশুনি ও সদর উপজেলার বিভিন্ন ভূমিহীন প্রান্তিক দলের ৩২ জন আইন সেবিকা/দলনেতা অংশ নেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, APLE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সংস্থার পরিচালক প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন, প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার পরিমল কুমার ঢালী, কর্মকর্তা তারিক আজিজ এবং অন্য কর্মীবৃন্দ। প্রশিক্ষণে খাসজমির ঐতিহাসিক প্রেক্ষাপট, ভূমিহীনতার কারন, খাসজমি বন্টনে সরকারী নীতিমালা, খাসজমির উৎস, খাসজমি বন্টনে বিরাজমান সমস্যা, একসনা ও চিরস্থায়ী বন্দোবস্ত পদ্ধতি, জলমহল ইজারার পদ্ধতি, অর্পিত সম্পত্তি আইন, খাসজমি বন্দোবস্তে জড়িত বিভিন্ন কমিটি ও তাদের কর্মপরিধি, তহশিলদার, সার্ভেয়ার, এসিল্যান্ড ও ডিসির ভূমিকা, ভূমি জরিপ ও ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সম্প্রতি চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাসের ভয়াবহতা ও প্রতিকারের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষর্ণীদের স্ব-স্ব এলাকার প্রতিবেশীদেরকে সতর্ক থাকাসহ সচেতনতা সৃষ্টিমূলক কাজ করার আহবান জানান হয়।