
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পলাশপোল সার্বজনীন মন্দিরে সামনে হতে সমীর বসুর বাড়ির সামনে পর্যন্ত ২ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১০০ মিটার এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের বড় বড় মেগা প্রকল্পের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, এসও মোহাব্বাত হোসাইন, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সমীর বসু, বাস্তহারা ভূমিহীন সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. মোকছেদ আলী, জয়নাল মোল্লা, মিজানুর রহমান, রেজাউল হক রেজা, সিরাজুর রহমান, ৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, আবু ছালাম, এহছানুল করিম মন্টু, পৌরসভার কার্য সহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।