
প্রেস বিজ্ঞপ্তি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার পলাশপোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এপ্রিল-জুন-২০২৩ কোয়ার্টারের আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত হয়ে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্ব্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সহকারি তথ্য অফিসার মিসেস লতিফুন নাহার, সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, মোছা: শামীমা খাতুন প্রমুখ। মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী অংশগ্রহণ করেন।