সাতনদী ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের যুব সমাজকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করছেন জননেত্রী শেখ হাসিনা। যুবসমাজের উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, চাকুরীর পিছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। তাহলে তাদের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছেন তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের মাঝে সঠিকভাবে তুলে ধরলে দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে কখনো ভুলবে না।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, যুব সংগঠক মো. মারুফ বিল্লাহ ও নিলীমা মন্ডল প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার যুব সংগঠন সমূহের মোট ১৫ জনকে ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।