
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা। করোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য হোম ডেলিভারী সেবা চালু রেখেছে সাতক্ষীরা শপ টোয়েন্টিফোর ডট কম। ফেসবুকে ইনবক্স অথবা কল করলেই পণ্য পৌঁছে যাবে আপনার ঘরের দরজায়। এই স্লোগানে মাত্র ১০ টাকা ডেলিভারী চার্জ নিয়ে কাজ করে যাচ্ছে তারা। করোনা পরিস্থিতিতে ঘরে বসেই কেনাকাটা করতে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ‘আমাদের সাতক্ষীরা’ এ সেবা চালু করেছে।
এ জন্য সাতক্ষীরা শপ এর ফেসবুক-এ ম্যাসেজ অথবা সরাসরি ০১৭১৪-৫০৯৫৫৪ নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। থাকছে ক্যাশ অন ডেলিভারী সেবা। প্রাথমিকভাবে হোম ডেলিভারি সার্ভিস সাতক্ষীরা পৌর এলাকা ও তার আশপাশের জন্য থাকছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এ সার্ভিস সম্প্রসারণ করা হবে।
ওয়েবসাইট (www.satkhirashop24.com) এ গিয়ে অথবা কল করে অর্ডার করার ১২ ঘন্টার মধ্যে আপনার অর্ডারকৃত পণ্য পৌঁছে যাবে আপনার বাসায়। এ জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে অর্ডার ডেলিভারী সেবা ২৪ ঘন্টা চালু থাকবে।
‘আমাদের সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক আব্দুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে এই সার্ভিসের ফলে ক্রেতাদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। সাতক্ষীরা শপ টোয়েন্টিফোর ডট কম-এ কেনাকাটা করলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, একইসঙ্গে নির্ভেজাল ও সঠিক মান এবং ওজনের গ্যারান্টি পাবেন গ্রাহকরা। গ্রাহকদের প্রয়োজনীয় সকল পণ্য আমরা হোম ডেলিভারী প্রদান করতে চেষ্টা করছি। সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া সাতক্ষীরায় অন্যান্য সকল অনলাইন শপকে সম্মিলিতভাবে মানুষের সেবা প্রদানে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।