
তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার সেহারায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কালিগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টায় ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার শাখার সভাপতি মোঃ শমসের আলী কেক কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ পাল, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুর রহমান, নিয়াত আলী মন্টু, সাইফুল ইসলাম, জুলমত আলী ময়না, মোকছেদ আলী প্রমূখ। প্রতিষ্ঠানে মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, উত্তর সেহারা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোস্তফা কামাল। অনুষ্ঠানের শেষে আতশবাজির প্রদর্শনি হয়।