
মামুন বিল্লাহ (কালিগঞ্জ): সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর কর্মী-সমর্থকদের প্রত্যাশিত এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্থানীয় নেতাকর্মীরা ভোট প্রদান করেন। ১৮ আগস্ট সোমবার বেলা ৩টা থেকে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ১,২,৩ও ৪ নং ওয়ার্ড এবং কাশিবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ১নং ওয়ার্ডে সভাপতি পদে বিনা প্রতিদন্দিতায় মোঃ এলাহী বক্স সরদার এবং সাধারণ সম্পাদক পদে রমজান আলী ৬৯ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম ৫০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম ৮২ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ ইনসাফুল ইসলাম ২৯ ভোট, ২নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ মুকুল হোসেন ৬৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৬০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ইসতেখার উল আলম রিপন, ৩নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ আবু নুরুজ্জামান ৯৩ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ মোক্তাদেরুল হক ৩৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম ৯৭ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ৩৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার ৯৩ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক ৩৫ ভোট, ৪নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ মহিবার রহমান ৭২ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ মোক্তারুল হক ৭ ভোট, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্দিতায় মোঃ গোলাম কবির এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম রব্বানী ৭২ ভোট, তার নিকটতম প্রার্থী শফিকুল ইসলাম ১২ ভোট, ৫নং ওয়ার্ডে বিনা প্রতিদন্দিতায় সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ রুহুল কুদ্দস, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম রসুল, ৬নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ আব্দুস সবুর গাজী ৯৩ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ ১১ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম ৯০ ভোট, তার নিকটতম প্রার্থী আঃ রাজ্জাক ১৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আহম্মদ আলী ৮৮ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ১৭ ভোট, ৭নং ওয়ার্ডে সভাপতি পদে আব্দুস সবুর খান ১০৮ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ ওমর ফারুক ৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুল ইসলাম ৯৮ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ নাসিম হোসেন ৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলতাফ হোসেন ১০২ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুস সেলিম ৪৮ ভোট, ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদন্দিতায় সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ আবু তালেব ৯৮ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ রেজাউল করিম ৪ ভোট, সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন ৬৮ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ নজরুল ইসলাম ৩২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুকুল ৬৪ ভোট, তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুস সামাদ ৩৬ ভোট পেয়েছেন। নলতা রেসিডেনশিয়াল ডিগ্রী কলেজ হলরুমে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা সাচ কমিটির অন্যতম সদস্যজেলা আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক সাতক্ষীরায় ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আখতারুজ্জামান, ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান সহ উপজেলা ও পর্যায়ের সার্চ কমিটির নেতৃবৃন্দ।