
শ্যামনগর প্রতিবেদক: মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগদিতে আসা অতিথীদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ২৭শে মার্চ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষ্যে নেওয়া হয়েছে সর্বচ্চো নিরাপত্তা। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান নরেন্দ্রমোদীর শ্যামনগর যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষ্যে থাকবে ৫ স্তরের নিরাপত্তা। মন্দির ও তার আশ পাশের এলাকা পুরো নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে। সুবহান মাধ্যমিক বিদ্যালয় হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার রাস্তার দুইপাশে আইনশৃংখলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। সাধারণ মানুষের প্রবেশ অধিকার সম্পূর্ন বন্ধ থাকবে। মন্দির সংযোগ সকল সড়ক মহাসড়ক ব্লক করে দেওয়া হবে। চলবেনা কোন যানবহন। তবে ২৭ মার্চ বেলা কয়টা নাগাত নরেন্দ্রমোদী শ্যামনগর আসবেন তা এখনও জানাযায়নি। ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির অত্যান্ত অবহেলীত ও প্রত্যন্ত অঞ্চলে হলেও এই প্রথম বিদেশী কোন রাষ্ট্র প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী যশোরেশ্বরী মন্দিরে আসছেন।