
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শফিকুল আলম বাবুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে ৮নং ওয়ার্ডের পলাশপোল নিকারী পাড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও নূর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নব নির্বাচিত কাউন্সিলর শফিকুল আলম বাবু। এসময় উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম জাহিদ, ফরিদুজ্জামান ফরিদ, সুরাউদ্দীন ছট্টা, মনিরুজ্জামান মিতু, আজিজুল ইসলাম জজ, আব্দুল আওয়াল, শাহিনুজ্জামান শাওন, সাকিব, তানভীর, আব্দুর রাজ্জাকসহ এলাকাবাসী।
এসময় প্রধান অতিথি ওয়ার্ডবাসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি এলাকাবাসীর বিপুল ভোটে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। অত্র এলাকায় যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, আপনাদের সাথে নিয়ে সে কাজগুলো দ্রুত সম্পন্ন করবো। অনুষ্ঠান শেষে কাউন্সিলর শফিকুল আলম বাবু পলাশপোল এলাকার নিকারীপাড়া, চৌধুরী পাড়া ও তেতুলতলা এলাকার বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাত করেন।