
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানাধীন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা(৭০), এর অসহায়ত্তের সুযোগ নিয়ে তার ক্রয়কৃত তফসীল সম্পত্তি জোর করে অবৈধ ভাবে গায়ের জোরে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই গ্রামের শেখ আনার হোসেন এর ছেলে শেখ বোরহান। মঙ্গলবার (২৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে জনাকীর্ন এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ধুলিহর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়েল উদ্দীন সানার ছেলে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা। তিনি জানান, থানা ও জেলা- সাতক্ষীরা, মৌজা- ব্রহ্মরাজপুর, জি.এল- ১০৩, খতিয়ান নং- ৩৮৩, দাগ নং- ৮৪৭০,৮৪৭৮,৮৪৭৯,৮৪৮১, জমির পরিমান ১.২৯ শতক এর মধ্যে রাস্তার পাশ দিয়ে ৪ শতক ।
বিগত প্রায় ২ বছর যাবত বোরহান বিভিন্ন ভাবে উল্লেখিত সম্পত্তি কোন প্রকার কাগজ পত্র ছাড়াই জোর পূর্বক গায়ের জোরে ভোগ দখল করার চেষ্টা করে আসছে। যা ৩৫ বৎসর পূর্বে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা নিজ নামে ক্রয় করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছে। এ বিষয়ে আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানা বলেন- “আমি এবং আমার সন্তানেরা শান্তি প্রিয় মানুষ। আমরা কখনোই কারো সাথে কোন প্রকার গোলযোগ করতে চাইনা। আমাদের সততা ও দুর্বলতার সুযোগ নিয়ে ভূমিদস্যু বোরহান আমাদের সাথে এই রকম ব্যবহার করছে। ভূমিধস্যু বোরহান ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায়, বর্তমানে সে কাউকে মানুষ মনে করেনা। সে দলীয় প্রভাব খাটিয়ে আমার জমি থেকে আমাকে বেআইনি ভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে”। আলহাজ্ব মোঃ আঃ সামাদ সানার বড় ছেলে মাসুদ আহমেদ সানা বলেন- “আজকে সকাল অনুমান ০৮.০০ ঘটিাকার সময় আমরা জানতে লোক মুখে জানতে পারি পারি যে, পেশাদার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের তফসীলকৃত জমিতে টিনের চাল তৈরি করে উক্ত জমির সিমানায় ইটের পাচিল তৈরি করছে। আমরা সেখানে গিয়ে তাদের বাধা দিলে শেখ বোরহানের ভাড়া করা লাঠিয়াল বাহিনী দিয়ে সে, আমাদেরকে চড় থাপ্পর মেরে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়”। তিনি আরো বলেন- “এই বোরহান এলাকার মধ্যে চিহ্নিত একজন ভূমিদস্যু, সে অসহায় মানুষের জমির জাল দলিল তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বেআইনি ভাবে জমি দখল করে নেয়। একই এলাকায় আমাদের জমির পাশে থাকা পুটি পোদ্দার ও শুনিলের মায়ের ৪ শতক জমি একই ভাবে জালিয়াতি করে দখল করেছে বোরহান। বর্তমানে সেই জমির পাশে থাকা আমার উল্লেখিত তফসীলকৃত উক্ত ৪ শতক জমির উপর নজর পড়েছে বোরহানের। তিনি সবশেষে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানায়।