
আকবর হোসেন,তালা:
সারাদেশে নারীদের প্রতি সম্ভ্রমহানী, নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সাতক্ষীরা তালায় সোমবার (১২ অক্টোবার) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দারের সভাপতিত্বে, উপজেলা নাগরিক কমিটির আয়োজনে, তালা প্রেসক্লাবে সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সস্পাদক ও রুপালি পরিচালক মোঃ সফিকুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি জাহিদুর রহমান লিটু প্রমুখ।
একইভাবে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক কমিটির উদ্যোগের সহযোগিতায় সারাদেশে চলমান নারী শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী,জুয়েল সরকার প্রমুখ।
এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ সহ দেশব্যাপী ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে ১২ অক্টোবর সোমবার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলার গোপালপুর, ঘোনা, নলতা ও সুজনশাহা পল্লী সমাজের আয়োজনে পৃথক ভাবে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ব্র্যাকের এইচএমপিপি ম্যানেজার আতাউর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান, গোপালপুর পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী রায়, ঘোনা পল্লী সমাজের সভা প্রধান আরিফুর নাহার, নলতা পল্লী সমাজের সভা প্রধান শাহিদা বেগম, সুজনশাহা পল্লী সমাজের সভা প্রধান শিলা রানী রায়সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রæত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানানো হয়।