
প্রেস বিজ্ঞপ্তি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা কৃষক লীগের কার্যালয়ে সদরের ফিংড়ী ইউনিয় কৃষকলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবির সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাংবাদিক সেলিম রেজা মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের কৃষি ও পুন:বাসন সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান, জেলা কৃষকলীগের সদস্য মহাদেব ঘোষ, ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ফিংড়ী ২নং ওয়ার্ড সভাপতি খোকন সরদার, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ গাজী, ৪নং সভাপতি হাফিজুল ইসলাম, ৪নং ওয়ার্ড সম্পাদক ইউছুপ আলি খাঁ, ৬নং ওয়ার্ড সভাপতি দিলিপ কুমার বিশ^াস, ৭নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল হান্নান, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক কাশিনাথ দাস, ৮নং ওয়ার্ড সভাপতি মুনছুর আলি, সম্পাদক আব্দুল গাজী, ২নং ওয়ার্ড সম্পাদক খায়রুল আলি, আনিছুর রহমানসহ ফিংড়ী ইউনিয়নের শতাধিক কৃষকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে সমুনত রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশিল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।