সাতক্ষীরার কৃতি সন্তান নুরজাহান আব্দুল্লাহ, পিতা- প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ, দাদা- মরহুম স্যার আনসার আলী, নানা- মরহুম এম এ জব্বার (প্রাক্তন সাংসদ) সম্প্রতি বিশ্বখ্যাত Cambridge University UK – তে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হয়েছেন। নুরজাহান দিল্লী পাবলিক স্কুল হতে O & A Level পরীক্ষায় সর্বোচ্চ মেধায় স্বাক্ষর রাখেন, পরবর্তীতে London Gi UCL ইউনিভাসির্টি থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে শিক্ষা সমাপন করেন। এর পর মাত্র ২২ বছর বয়সে London David Game College -এ লেকচারার হিসাবে যোগদান করেন। নুরজাহান আব্দুল্লাহ পিতা-মাতা সাতক্ষীরা সকল মানুষের কাছে তার উজ্জ্বল ভবিষ্যত এবং তিনি যেন মানব কল্যানে কাজ করতে পারেন সেই দোয়া কামনা করেছেন।
দোয়া প্রার্থী
পূর্ববর্তী পোস্ট