
দেবহাটা ব্যুরো: দেবহাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল ও ১৬০ সিসি একটি এ্যাপাসি মোটর সাইকেল সহ মেহেদী হাসান (২৫) এবং তবিবুর রহমান (২৪) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। আহত অবস্থায় আটককৃত মাদক কারবারি মেহেদী হাসান সাতক্ষীরার সুলতানপুরের আনসার আলী গাজীর ছেলে এবং তবিবুর রহমান সাতক্ষীরার চালতেতলা গ্রামের শেখ নাসিম উদ্দীনের ছেলে। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এএসআই মাজেদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কুলিয়ার শ্রীরামপুর ব্রীজের পুর্ব পাশে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে। অভিযানকালে মাদক কারবারিদের মোটর সাইকেলের ধাক্কায় পুলিশ সদস্যদের ব্যবহৃত মোটর সাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাজেদুল সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা নিজেদের মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান দিয়ে কুলিয়া শ্রীরামপুর ব্রীজের পুর্ব পাশে ব্যারিকেট দিলে মাদক কারবারিদের দ্রুত গতির মোটর সাইকেল পুলিশের মোটর সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় পুলিশের মোটর সাইকেলটি ভেঙে যায়। ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি ২শ বোতল ফেন্সিডিল ও তাদের ব্যাবহৃত ১৬০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল সহ আহত অবস্থায় দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে তাদেরকে প্রথমে সখিপুর হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় মামলা (নং-০৫) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।