দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) রাতে থানা প্রাঙ্গনে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। খেলার রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আর.কে.বাপ্পা ও তাকে সহযোগীতা করেন রেফারী ফেডারেশনের সদস্য ফারুক হোসেন। খেলায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ওসির নেতৃত্বে দুটি দলসহ মোট ৬টি দল অংশগ্রহন করে। শেষে পুলিশ সদস্য মোশাররফ হোসেনের দল বিজয়ী হয় এবং পুলিশ সদস্য সবুজের দল রানার্স আপ হয়। শেষে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ী ও বিজিত দলসহ সকল খেলোয়াড়দেরকে পুরষ্কৃত করা হয়।