
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: “যদি করেন নিয়মিত রক্ত-দান রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় স্বাধীন ব্লাড ব্যাংকের সদস্যদের মাঝে টি’শাট উন্মোচন করা হয়েছে। সোমবার (৮জুন) বিকাল সাড়ে ৫টায় উত্তর পারলিয়া উক্ত ব্লাড ব্যাংকের টি’শাট উন্মোচন অনুষ্ঠানে সন্ন্যিশখোলায় উপস্থিত ছিলেন দেবহাটা স্বাধীন ব্লাড ব্যাংকের এডমিন মনিরুল ইসলাম।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল। আরো উপস্থিত ছিলেন এডমিন রাজু আহম্মেদ, এডমিন সুমন, এডমিন শারমিন, এডমিন জি.এম তারেক ও আলামিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন রক্ত দান করা মহৎ উদ্যোগ তাই আপনিও স্বেচায় রক্তদানে এগিয়ে আসুন, “রক্তদিন, জীবন বাঁচান এবং নিজে বাঁচুন”।