দেবহাটা ব্যুরো: দেবহাটা থানা পুলিশের অভিযানে সিআর এক বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, ইং ১৭/০২/২০২১ তারিখ এএসআই (নিঃ) রশিদুল ইসলাম, এএসআই (নিঃ) সোহেল উদ্দীন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২১/১৬ (দেবঃ), পি-২১/২০২০ এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আনারুল ইসলাম আনার, পিতা- মৃত মুনছুর দালাল, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।