
নিজস্ব প্রতিবেদক: শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭১ তম জন্ম বার্ষিকীতে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান পালন করলো দেবহাটা উপজেলা তাঁতী লীগ । গত বুধবার রাত্র ৮টায় কুলিয়ায় দেবহাটা উপজেলা তাঁতী লীগের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধাক্ষ্য আছাদুল হক, বিশেষ অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধান বর্মন, বালিয়াডাঙ্গা মসজিদের ইমাম আলমগীর হোসেন, তাঁতী লীগের সহ মভাপতি রিয়াজুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি রমজান মোড়ল, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বকুল হোমেন, সাগর মন্ডল ও তাঁতীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান ।