
লিটন ঘোষ বাপি: সারাদেশে চলমান লকডাউনের প্রথম দিনে দেবহাটায় ভ্রাম্যামান আদালতে জরিমানা করা হয়েছে।
দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোমবার উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড় সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবহন, পথচারী, ব্যবসায়ী সহ ৮জনকে ২২হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি করোনা পরিস্থতির দ্বিতীয় ধাপ মোকাবেলায় পথচারীসহ সকলকে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাস্ক পরার বিকল্প নেই উল্লেখ করে অপ্রয়োজনে বাহিরে ঘোরা ফেরা না করার পরামর্শ দেন তিনি। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ, ইউপি সদস্য আকবর আলী, নির্মল কুমার মন্ডল, পরিতোষ মন্ডল সহ থানা পুলিশের সদস্যরা।
ভ্রাম্যামান আদালত পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার জানান, দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় লকডাউনের প্রথম দিনে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যহত থাকবে।