
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অসুস্থ্য রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতায় দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।
দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলাব্যাপী জটিল রোগে আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদেরকে যাচাই বাছাইপূর্বক মোট ১০ জনের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।