
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় এক অসুস্থ মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। জানা যায়, সখিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোনাজাতের কন্যা রিজিয়া খাতুন দিঘীদিন যাবত বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। মেয়েটির পেটে ৩কেজি ওজনের একটি টিউমার ও হাটুর উপরে ২কেজি ওজনের টিউমার আছে। গরীব হওয়ায় তার কোন উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি মেয়েটির পরিবার। এই খবর শুনে রবিবার ১১অক্টোবর জেলা পরিষদ আলফা ছুটে যান মেয়েটি পাশে এবং সেখানে গিয়ে মেয়েটির চিকিৎসার সকল খরচ বহন করার কথা জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, তাদের জন্যই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি চাই দেবহাটায় কোন মুক্তিযোদ্ধার পরিবার অসহায় হয়ে থাকবে না এবং তাদের পাশে আমি সব সময় থাকবো।