
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় বার্ষিক একীভ‚ত ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে লিলিয়ান ফন্ডস (এলএফ) এর সহযোগিতায় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রিড়া অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআরআরএ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও অমরজ্যোতি প্রতিবন্ধী স্কুলের দাতা ডাঃ মুজতবা আলী। বক্তব্য রাখেন ডিআরআরএথর লিগাল এ্যাডভাইজার স্বপ্না রেজা, ম্যানেজার এবিএম শামিম আহম্মেদ, জেলা ম্যানেজার আবুল হোসেন, ইনক্লুশন ম্যানেজার নিলুৎপল মন্ডল, ফিন্যান্স এন্ড এডমিন জিএম বাবলুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একীভ‚ত শিক্ষা ও ক্রিড়া অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে নিতে হবে। তাদেকে সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সমাজের সম্পদে পরিণত হবে। আগামীদিনের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে রূপান্তির করতে হবে।