
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। দেবহাটার পারুলিয়াস্থ ওয়ার্ল্ড ভিশনের এরিয়া অফিসের আয়োজনে বুধবার (১৯ আগস্ট) বিকালে দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের পক্ষ থেকে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাকে এ সকল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার।
এ সময় সুশীলনের প্রজেক্ট অফিসার রাসেল আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পলভক্ত মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে ২ পিস পিপিই (গাউন), ২০ জোড়া সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, ১০০ পিস সার্জিক্যাল ফেস মাস্ক এবং দুইটি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।