
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ ভাই হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের উভয়েরই মাথা ফেটে গেছে এবং মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে সিদ্দিকুর রহমান ৫৬)। অভিযোগ মতে জানা গেছে, সিদ্দিকুরের ছোট ভাই মিন্টু গত ১৮ মার্চ বৃহষ্পতিবার সকালে তার বসত ভিটার পাশে ঘরের কাজ করছিল। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামী আব্দুর রউফ (৫৫), রবিউল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৩০), সর্ব পিতা- আব্দুল হামিদ, দেবহাটা, সাতক্ষীরা একত্রে মিলে বাদীর ভাই মিন্টু (৩৬) কে বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমন করে। এতে মিন্টুর চিৎকারে বাদী সিদ্দিকুর তার ভাইকে ঠেকাতে গেলে আসামীরা তাকেও আক্রমন করে। আসামীদের আক্রমনে সিদ্দিকুর ও মিন্টুর মাথা ফেটে যায় ও রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওসি জানান, এ ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।