
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন ৮শত পরিবার ৩০ টাকা দরে পাবে ৫ কেজি করে চাল। এ চাল নিতে পারবে যে কোন সাধারন পরিবার। তবে টিসিবি কার্ডধারীরাও চাইলে মাসে দুইদিন নিতে পারবে এই চাল। প্রতিদিন দুই জন ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে বিতরন করা হবে এসকল চাল।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সদরে এ চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।