
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় পুলিশি অভিযানে ৩জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৬আগস্ট শুক্রবার দিনভর অভিযানে ওই তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অপরাধ) জনাব মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব কনক কুমার দাস সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। দেবহাটা থানায় পরিচালিত আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে আজ (২৬’আগস্ট) দেবহাটা থানাধীন কুলিয়া, সখিপুর ও নাংলা এলাকা খেকে এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শোভন দাস, এএসআই(নিঃ)/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ)/৩২ শামীম হোসেন এবং সংঙ্গীয় ফোর্সসহ ১। সিআর-৯৮/২১ এর আসামী মৃত আঃ কাশেমের ছেলে জহিরুল ইসলাম (তাজ) ২। জিআর-১২৭/২১ (দেবহাটা) এর আসামী রফিক সরদারের ছেলে মোঃ আলমগীর সরদার (৪২) ও ৩। নুর ইসলাম বিশ্বাসের ছেলে মোঃ সাজিদ হোসেন ওরফে গুরুকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।