
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি:: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর-শাঁখরা মধ্যবর্তী স্থান থেকে বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার সহযোগীতায় এক মানব পাচারকারী আটক হয়েছে। জানা যায়, মানবপাচারকারী সাইফুল শেখ (৩০), পিতা বাচ্চু শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। সে গাজীপুর টঙ্গী থেকে মুন্নী (২২) নামে এক সন্তানের জননীকে ৫দিন অপহরণ করে অচেতন অবস্থায় ভারতে পাচার করার উদ্দেশ্য শাঁখরা-কোমরপুর বাজারে রমজান গাজীর বাড়ি পাশে নিয়ে আসে। জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ঘটনাটি জানতে পেরে পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ হোসেন (হিরা) ও শাঁখরা বাজার কমিটির সাধারন সম্পাদক সফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তারা সেখানে গিয়ে মানব পাচারকারীকে হাতে নাতে আটক করে দেবহাটা থানায় খবর দেয়। খবর পেয়ে দেবহাটা থানার এস.আই হেকমত আলী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।