
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও সদর ইউনিয়নে শুন্যপদে তিনজন গ্রাম পুলিশ নিয়োগে পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা হলরুমে লিখিত ও নির্বাহী অফিসারের কক্ষে নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন আবেদনকারীরা। উপজেলার তিনটি ইউনিয়ন থেকে গ্রাম পুলিশ পদে মোট ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। নিয়োগ পরীক্ষা চলাকালীন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরীন সহ নিয়োগ বোর্ডের সদস্য দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, স্বচ্ছতার সাথে গ্রাম পুলিশ নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরীক্ষায় কেবলমাত্র যোগ্য ব্যাক্তিরাই নিয়োগ পাবেন। পুলিশ ভেরিফিকেশন পরবর্তী উত্তীর্ণদের নিয়োগ চুড়ান্ত হবে বলেও জানান তিনি।