
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনয়াতনে এসে সমবেত হয়। পরবর্তীতে উপজেলা হল রুমে আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুজন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানা ওসি তদন্ত উজ্বল মৈত্র, দেবহাটা প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক, সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস, যুগ্ন-সম্পাদক লিটন ঘোষ বাপি, অর্থ সম্পাদক অভি মন্ডল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আনন্দ টিভির ক্যামেরা পার্সন নাজমুল হাসান, দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।