
দেবহাটা ব্যুরো: দেবহাটার পল্লীতে ১ গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধুর ভাই সাতক্ষীরার কালীগঞ্জ রত্নেশ^রপুর গ্রামের মনবরকোনদাজের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। নিহতের ভাই রবিউল ইসলাম জানান, গত ৭/৮ বছর পূর্বে তার বোন আনোয়ারা খাতুন (২৬) এর সাথে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে মিন্টু হোসেন (৩২) এর সাথে বিবাহ হয়। বিবাহের পরে তার বোনের সংসারে একটি মেয়ে সন্তান হয় যার বয়স বর্তমানে ৬ বছর। কিছুদিন পূর্বে তার দোলাভাই মিন্টু অন্যত্র বিবাহ করার কারনে তার বোনকে প্রায়ই মারধর করে। শুক্রবার রাত ৮ টার দিকে তাদেরকে সংবাদ দেয়া হয় তার বোন আনোয়ারা মৃত্যুবরন করেছে। তারা এসে দেবহাটা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে মিন্টু তার ভাই মন্টুর বিরুদ্ধে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। দেবহাটা থানার ডিউটি অফিসার রশিদুল ইসলাম জানান, থানায় জিডি সূত্রে লাশ মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।