
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়া সহ ৫টি ইউনিয়নে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের পুষ্টি নিশ্চিত করণে ও সকল পর্যায়ে ওয়াশ কার্যক্রম সচেতন করনের লক্ষে প্রকল্প প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ১২সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, রাইট টু গ্রো প্রোজেক্ট অফিসার তানজিমা আকতার, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ভরত চন্দ্র, আমিরুল ইসলাম, শ্যামলী রানী প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্যা শিরিনা রসূল, প্রজেক্ট কমিউনিটি প্রমোটর সোনিয়া রুপা ও বিজলী বালা মন্ডল, ইউনিয়ন ফ্যাসিলিটেটর গৌরব কুমার মন্ডল প্রমুখ।
প্রকল্পের ট্রেনিং অফিসার তার বক্তব্যে বলেন, ২০২১ হইতে ২০২৫ সাল পর্যন্ত ৫বছর উক্ত প্রকল্পের কাজ চলবে, প্রকল্পের লক্ষ্য ৫ বছরের নিচে সকল শিশুই পুষ্ট হবে এবং তাহার পূর্ণ বিকাশ সম্ভাবনায় পৌছাতে সক্ষম হবে, ৫ বছরের কম বয়সী সকল শিশু পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও অভ্যাস পরিবর্তন করার লক্ষ্যে গ্রামে গ্রামে ক্যাম্পেইন পরিচালনা করা হবে এবং সকল পর্যায়ে ওয়াশ কার্যক্রম উদ্বুদ্ধ করন করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট এ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ^াস।