
দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্তির লড়াইয়ে ব্যাপক দৌড় ঝাঁপ শুরু করেছে। বিশ্বস্বসূত্রে জানা যায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ, ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ, ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ, ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ, ৫নং দেবহাটা ইউনিয়ন পরিষদ। এই ৫টি ইউনিয়নে আসন্ন চেয়ারম্যান নির্বাচনে ২ ডজন প্রাথী নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতীক প্রাপ্তির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কাছে দেনদরবার করতে দেখা যাচ্ছে। ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ ও জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা বাবু প্রাণনাথ দাশ নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের পারুলিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মনি), দেবহাটা উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাষ্টার মোঃ শফিকুল ইসলাম (সেজ খোকন), মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর), ও ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস (আওয়ারা) এর নাম শোনা যাচ্ছে। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ সালামতুল্যাহর গাজীর পুত্র ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সখিপুর দলিল লেখক সমিতির সভাপতি ও আওয়ামী নেতা শেখ আবু সাঈদ এর নাম শোনা যাচ্ছে। ৪নং নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন (সাহেব আলী), দেবহাটা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ্জ আব্দুল গনির পুত্র আব্দুল কাইয়ুম, ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান লাভলু বিশ্বাস এর নাম শোনা যাচ্ছে এছাড়াও ৫নং দেবহাটা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দেবহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বক্কর গাজী, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোর্ত্তাজা আনোয়ারুল হক, সাবেক ইউ,পি সদস্য আব্দুল মতিন বকুল, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজান মাষ্টারের জ্যৈষ্ঠ পুত্র মাহবুবুর রহমান ফারুক এর নাম শোনা যাচ্ছে। নৌকা প্রতীকের প্রাথী বাছাইয়ের ক্ষেত্রে কাদের ভুমিকা থাকবে এ বিষয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির কাছে জানতে চাইলে তিনি বলেন-তৃণমুল নেতৃবৃন্দের ভোটাভুটির মাধ্যমে বাছাই করা হবে, উপজেলা এবং জেলার ৬ জনের বোর্ড সে সকল নেতৃবৃন্দ তৃণমুল পর্যায়ে ভাল অবস্থানে থাকবে তাদের মধ্যে থেকে ৩ জনকে তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র বিভিন্ন গয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য নিয়ে গ্রহনযোগ্য ব্যক্তিকে নৌকা প্রতিকের মনোনয়ন দিবেন, তিনিই প্রার্থী হবে বলে জানান। ইতিমধ্যে দেবহাটা বিভিন্ন জনপদে এ সকল নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক কর্মকান্ড, মিটিং, গনসংযোগ, ব্যানার, ফেষ্টুন, লিফলেট এর মাধ্যমে তাদের প্রচার প্ররোচনা শুরু করেছে।